বন্ধু হারিয়ে যায়, বন্ধুত্ব নয়
” শুভ বন্ধুত্ব দিবস “
সম্পাদনা ও কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
জীবন হারিয়ে যায়, স্মৃতি নয়
মানুষ বদলে যায় , মন নয়
আমি হারিয়ে গেলেও, নেই ভয়
কারণ বন্ধু হারিয়ে যায়, বন্ধুত্ব নয় ।
এই বছরে চলতি মাসে আমি হারিয়েছি আমার অভিন্ন প্রাণের বন্ধু জহরলালকে। প্রিয়বন্ধু, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তার অমর আত্মার চিরশান্তি কামনা করি। আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে তাকে জানাই শুভ বিশ্ব বন্ধুত্ব দিবস। কারণ আমি জানি বন্ধু হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব নয়।
আকাশের ঠিকানায় চিঠি লিখে বন্ধুকে জানাই- জহর …. অমর।
বন্ধু, তুমি বর্তমান লক-ডাউন বন্দী দশায় বন্দী নও। আমি বন্দী কিন্তু তুমি মুক্ত।
বন্ধু হারিয়ে যায়, বন্ধুত্ব নয়
(বিরহের গীতিকবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বন্ধুরে…. ও আমার প্রাণের বন্ধুরে….
তোর মতো আপনজন কেউ আর এজগতে নাই,
তোর মত পরম বন্ধু আমি কোথায় গেলে পাই।
ও বন্ধু রে…..
তুই যে আমার পরম সখা
কিসের আশায় নিজের জীবন নিজেই নিলি কেড়ে?
কেমন করে বাঁচবো বল্ সেই প্রাণের বন্ধু ছেড়ে।
ও বন্ধু রে…..
তুই যে আমার পরম সখা,
কিসের তরে জীবন দিলি, বল্ কিসের অভিমান ?
জীবনে মরণ মরণে জীবন, করে দিলি তা প্রমাণ।
বন্ধুরে…. ও আমার প্রাণের বন্ধুরে….
সুখের আশায় গড়েছিলি তুই সুখেরই সংসার,
সাজানো বাগান শুকিয়ে গেল হলো ছারখার।
ও বন্ধু রে…..
তুই যে আমার পরম সখা,
বন্ধুরে…. ও আমার প্রাণের বন্ধুরে….
রচনাকাল : ৫/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।