"গুরু " নামে পুজি তোমায় , শিক্ষা দিয়েছো মোরে ... জ্ঞানপিপাসু মনে যে মোর 'বিদ্যা' দিয়েছো পুরে । শিখেছি যত সু আদপ ও কায়দা শিখেছি তোমার 'শিষ্য ' হতে ... শাসন আদর পেয়ে যতই না বড়ো হই ! ভুলিনি কো কভু তোমার চরণধূলা নিতে । জ্ঞানের সব শ্রেষ্ঠ যা পাঠ দিয়েছো জীবনের পাঠও শিখেছি তাতে । দিয়েছো মানুষ হবার প্রকৃত শিক্ষা ... দিয়েছো অমুল্য দীক্ষার দান হয়েছো মোর সকল পথের দিশারী , হে শিক্ষক , তুমি যে চিরমহান ॥রচনাকাল : ৫/৯/২০২০
মলয় বর্ধন, ৭ ই জুন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন । তিনি লেখাপড়ার পাশাপাশি ছবিও আঁকেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দারুণ আগ্রহ । তিনি সাহিত্যচর্চা করতে, গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন । তিনি বড়গল্প, ছোটগল্প, নাটক, কবিতা লেখেন । এছাড়া, কমিক্স করা তার অন্যতম সখ । তাছাড়া, তিনি বিভিন্ন অনলাইন পত্র -পত্রিকাতেও লেখেন ।