ভরে দাও কন্ঠে তোমার আওয়াজ
দয়াল চক্রবর্তী
যা কিছু শিখছি জন্ম থেকেই
আসলে তা তো তোমার থেকেই,
কাগজের গন্ধ যেটা
তব তনু ছন্দ সেটা,
লক এর ওই টাবুলা রাসা
আসলে তোমার খোসা,
তার 'পরে আমরা আঁকি
নিজেদের মনের কথা,
সুরের ধারা, তালের যন্ত্র
আসলে সে তো তোমারি মন্ত্র,
শব্দ গন্ধ ভর ভার
সবই তো তোমার আকার,
তুমিই শেখাও প্রতিনিয়ত
শোষিত হয়েও প্রেম মন্ত্র,
তোমার যারা প্রতিনিধি
দেখতে ঠিক আমার মত,
তারাই চেনাই ব্রম্ভ তুমি
তুমিই সৃষ্টি তুমিই ধ্বংস।
আজকের এই অবসরে
নাও গো আমায় তোমার করে
প্রণাম জানাই তোমার প্রতি
অতি ক্ষুদ্র আমি --
হে প্রকৃতি।
রচনাকাল : ৫/৯/২০২০
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।