ফুল ও টব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ঈশিতা রায় ব্যানার্জি
দেশ : Israel , শহর : Ariel

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৩ টি লেখনী ১৬ টি দেশ ব্যাপী ১৯০৮ জন পড়েছেন।
Ishita Roy Banerjee
ফুল ও টব:

ছোট্ট খোকাকে দুধ খাইয়ে, মাথায় সযত্নে হাত বুলিয়ে ঘুম পারাচ্ছে মা ! ঘুমন্ত খোকার নরম দুখানা গাল আদরে আদরে ভরিয়ে দিল সে । খোকার শরীরের মিষ্টি আদুরে গন্ধ- নির্মলতা, মা যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছে ! মেঝের নোংরা হাত দিয়ে পরিষ্কার করে, পলিথিন আর একটা রঙচটা কাঁথা বিছিয়ে খোকাকে শুইয়ে দিল । কপালে এঁকে দিল একটা বড়সড় কাজলের টিপ । মায়ের মন তো ! কোনো খারাপ নজর তার সন্তানকে যেন পিছু না করে ! আশেপাশে বনবন করে মাছি ঘুরছে । মা তাই, তড়িঘড়ি হাতে শাড়ির আঁচল দিয়ে মাছি তাড়াতে লাগল ।


চারিদিকে ব্যস্ত মানুষের আনাগোনা, মাইকের অহঃরহঃ অ্যানাউন্সমেন্ট, হকারের হাঁকডাক । খোকাকে মাটিতে রেখে পথে নামল মা । কি এক অজানা আশঙ্কায়, খোকার কচি মুখখানার দিকে, আরও একবার অসহায় ভাবে ফিরে তাকাল । মায়ের 'সৃষ্টি'- কে একা রাখতে, হৃদয়ের মমতা যেন হু হু করে কেঁদে ওঠে ! ধীরে ধীরে ভিড়ের মাঝে, অসংখ্য মাথার সমুদ্রে হারিয়ে গেল মা ।

কোলের বাচ্চাকে নিয়ে আমরাও এবার সওয়ারি হলাম এসি ট্রেনে । পথের খোকা প্লাটফর্মের এককোণে তখনও ঘুমিয়ে । মা তার, জীবন- জীবিকার সন্ধানে ভিক্ষার থালা হাতে অন্য কোনো পথে ।

ঈশিতা রায় ব্যানার্জি ।
রামাত হাগোলান স্ট্রিট, আরিয়েল, ওয়েস্ট ব্যাঙ্ক, ইজরায়েল ।
রচনাকাল : ৪/৯/২০২০
© কিশলয় এবং ঈশিতা রায় ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 10  France : 4  Germany : 1  India : 124  Ireland : 42  Israel : 9  Russian Federat : 6  Saudi Arabia : 2  Sweden : 9  
Ukraine : 5  United Kingdom : 3  United States : 209  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 10  France : 4  Germany : 1  
India : 124  Ireland : 42  Israel : 9  Russian Federat : 6  
Saudi Arabia : 2  Sweden : 9  Ukraine : 5  United Kingdom : 3  
United States : 209  
লেখিকা পরিচিতি -
                          ঈশিতা রায় ব্যানার্জি অক্টোবর মাসের কুড়ি তারিখে উত্তর চব্বিশ পরগনা জেলায় ইছামতীর কোলে অবস্থিত বসিরহাট শহরে জন্মগ্রহণ করেন।

ওনার বর্তমান বাস অধুনা ইজরায়েলের বহুল আলোচিত ওয়েস্ট ব্যাঙ্কে। 

তার শখের তালিকাটা বেশ বড়সড়। দেশী বিদেশী ও প্রাচীন মুদ্রা সংগ্রহ এবং মুদ্রা নিয়ে পড়াশোনা, ভারতীয় শাস্ত্র সঙ্গীত চর্চা, নতুন নতুন ভাষা শেখা, নানান ধরনের বই পড়া, লেখালেখি, দেশী-বিদেশী রান্না করা আর মন ভরে পৃথিবীকে দেখা। ওনার লেখালেখির অনুপ্রেরণা হোলো পৃথিবীর মানুষ, মানুষের সুখ- দুঃখ- আবেগ- অনুভূতি, ভূপ্রকৃতি, আর মূহুর্তবাদী জীবন। 
                          
© কিশলয় এবং ঈশিতা রায় ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফুল ও টব by Ishita Roy Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৪৭২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী