এখানে এখনো কবিতার জন্ম হয়
মোঃ তোফায়েল হোসেন
|||||||||||||||||||||||||♥|||||||||||||||||||||||
এখানে এখনো নিঃসঙ্গ প্রহর চৈতালী ভালোবাসার মগ্নতায়
তার দীর্ঘ ছায়া ফেলে- তোমার কথা মনে করিয়ে দেয়;
মনে করিয়ে দেয় পাগল করা মায়াবী চিবুকের ছোট্ট তিলে
কৃষ্ণচূড়া আর শিমুলের রক্তিম প্রতিফলন- অন্য কেউ নেয়!
কতটা বোকা হলে পরে এখনো তোমার ভালোবাসার স্পর্শ
অনুভূত হতে পারে- দাবানলে পোড়ে যাওয়া হৃদয়ের জমিতে;
কতটা বিমূঢ় হলে পরে এ প্রেম তোমার তরে এমন করে
ক্ষত-বিক্ষত ঠোঁটে গণতন্ত্রের ভোটে- তোমায় পারে চুমিতে!
কেন প্রহসনের খেলায় এই অবেলায় এখনো মত্ত রয়েছি
তোমার ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন- আমার বুকে আকড়ে ধরে;
কেনইবা ফিরে আসি কেনইবা এখনো তোমায় ভালোবাসি
কেনইবা এখনো রয়েছি এই বেদনার বালুচরে- একা ঘরে!
এখানে এখনো তো সেই শালিক জোড়া এসে নিস্তব্ধতা ছুঁয়ে
গাঢ় মৌনতার ঘুম ভাঙ্গায়- যৌনতার প্রেম প্রেম খেলায়;
এখনো এখানে তোমার ছায়া পড়ে দ্বি-প্রহরে উদাস শহরে
আমার ঠিকানাহীন বেকার জীবনের- পরাধীন উষ্ণতায়!
এখানে এখনো পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় প্রেমিকেরা ঘুমায়
সবুজ অরণ্যের অবুঝ স্বপ্নে হাবুডুব খায়- হৃদয় আঙিনায়;
এখনো এখানে তোমার ঘামের সুগন্ধে রাতের হিমেল সমিরণ
মাতাল হয়ে আমার দীর্ঘশ্বাসে মিশে- দূর দিগন্তে হারায়!
এখানে এখনো হাজার কবিতার জন্ম হয় কবির কল্পনায়
প্রেম-ভালোবাসা, বিরহ আর তোমাদের অভিনব ছলনায়;
এখনো এখানে আনাড়ি কবিরা প্রেমে পড়ে বঙ্গ ললনার
রঙ্গ মঞ্চের অঙ্গ দোলার সুপ্ত অভিনয়ে- গুপ্ত কামনায়!
♥||||||||||||||||||♥||||||||||||||||||♥
রচনাকাল : ৩/৯/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।