বল্মিক
আনুমানিক পঠন সময় : ৪ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৩০ টি দেশ ব্যাপী ৯৬৯৬ জন পড়েছেন।
                                   বল্মিক
                               মেঘনাদ দত্ত

                  বেকার তিরিশ গুলোর সন্ধ্যা এসেছে,
                  কচি বাঁশ পাতার কুয়াশার আস্তরন বেয়ে।
                  শীতের ক্লান্তি গ্রীষ্মের গোধূলি-তে মিশেছে।
                  অনিকেত-এর কপালের ঘাম
                  এখনো অপেক্ষায় রয়েছে,
                  Case-এ ঝুলে থাকা এস.এস.সি-র রেজাল্ট।
                  দেশের বিচার-ব্যবস্থা ঋষি দুর্বাসা-র মত।
                  সুকন্যা বাড়ি ছেড়ে পালিয়ে
                  অনিকেতে-র হাত ধরেছে।
                  কলম নিয়ে নাড়া-চাড়া করা ছেলেকে     
                  দেয়নি কোন প্রেস পাত্তা,
                  তাই সে খেলে আজ মাত্রাবৃত্ত নিয়ে
                  ফেসবুকের আলোকিত স্ক্রিনে।
                   নীতিশ আর শ্যামলী-র সম্পর্ক আজ তিমিঙ্গিলে।
                  মনসিজ -ও বাড়ায়নি হাত সাহায্যের।
                  বছর আঠাসের অঙ্কিত
                  ভোর রাতে ম্যাকগ্ৰা-র সাথে অনুশীলনে।
                  স্বপ্ন তার,রঞ্জি সে খেলবে।
                  নন্দিতা করেনি কোন কমেন্ট।
                  বাবা হয়েছে গত, দু-বছর।
                  চিন্তিত রয়েছে হয়ে,
                  কবে হবে চাকরি পারমানেন্ট!

                 দেশের সামাজিক প্রেক্ষাপট
                 চ্যবনের  উই-এর  ঢিবির মতো।
                 দুটি চোখ জ্বল-জ্বল করছে,
                 পাথরের মতো,বল্মিক হতে।

                                  
রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 9  Europe : 1  France : 1  Germany : 2  India : 105  Russian Federat : 4  Saudi Arabia : 2  Sweden : 19  Ukraine : 3  
United States : 140  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 9  Europe : 1  France : 1  
Germany : 2  India : 105  Russian Federat : 4  Saudi Arabia : 2  
Sweden : 19  Ukraine : 3  United States : 140  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বল্মিক by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪১৩৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী