বল্মিক
মেঘনাদ দত্ত
বেকার তিরিশ গুলোর সন্ধ্যা এসেছে,
কচি বাঁশ পাতার কুয়াশার আস্তরন বেয়ে।
শীতের ক্লান্তি গ্রীষ্মের গোধূলি-তে মিশেছে।
অনিকেত-এর কপালের ঘাম
এখনো অপেক্ষায় রয়েছে,
Case-এ ঝুলে থাকা এস.এস.সি-র রেজাল্ট।
দেশের বিচার-ব্যবস্থা ঋষি দুর্বাসা-র মত।
সুকন্যা বাড়ি ছেড়ে পালিয়ে
অনিকেতে-র হাত ধরেছে।
কলম নিয়ে নাড়া-চাড়া করা ছেলেকে
দেয়নি কোন প্রেস পাত্তা,
তাই সে খেলে আজ মাত্রাবৃত্ত নিয়ে
ফেসবুকের আলোকিত স্ক্রিনে।
নীতিশ আর শ্যামলী-র সম্পর্ক আজ তিমিঙ্গিলে।
মনসিজ -ও বাড়ায়নি হাত সাহায্যের।
বছর আঠাসের অঙ্কিত
ভোর রাতে ম্যাকগ্ৰা-র সাথে অনুশীলনে।
স্বপ্ন তার,রঞ্জি সে খেলবে।
নন্দিতা করেনি কোন কমেন্ট।
বাবা হয়েছে গত, দু-বছর।
চিন্তিত রয়েছে হয়ে,
কবে হবে চাকরি পারমানেন্ট!
দেশের সামাজিক প্রেক্ষাপট
চ্যবনের উই-এর ঢিবির মতো।
দুটি চোখ জ্বল-জ্বল করছে,
পাথরের মতো,বল্মিক হতে।
রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।