প্রত্যাশা
অমিত দেশমুখ
.....................................
মাষ্টারমশাই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছাত্রদের দিকে।
আজ তার বড়ো দুঃখের দিন
শিশিরের মতো টপ টপ করে পড়া জলে
ভিজে যাচ্ছে যোগ-বিয়োগ-গুণ-ভাগ গুলি।
মাষ্টারমশাই তাকিয়ে আছেন ছাত্রদের দিকে।
বিগত তেত্রিশ বছর কর্মজীবনের পরিসমাপ্তি হতে চলেছে আজ
এই বিদায় অনুষ্ঠানে।
মাষ্টারমশাই তাকিয়ে আছেন প্রতিটি ছাত্রের দিকে
ছাত্ররা অনেকেই এসেছে আজ।
তাদের কারো কাছে এটা ছিল অনুষ্ঠান।
কারো কাছে আনন্দানুষ্ঠান।
কারো কাছে রোজকার মতো সাধারণ দিন।
মাষ্টারমশাই তাকিয়ে আছেন ছাত্রদের দিকে।
ছাত্ররা কেউ হাসাহাসি করছে
কেউ ঠেলা ঠেলি
কেউবা মনে মনে ভারি বিরক্ত
বাড়ি যাওয়ার তাড়া।
প্রত্যেকের হতেই কিছু না কিছু
রংবেরঙের কাগজে জড়ানো উপহার,
ফুলের তোড়া।
একে একে ভরে উঠলো মাষ্টারমশাই এর বসার টেবিল।
মাষ্টারমশাই অপূর্ব কে দেখলেন।
ক্লাস টেনের এবছর প্রথম হওয়া ছেলেটিকে দেখলেন।
লাস্ট বেঞ্চের সমীরণ,সিদ্ধর্থ, রফিক,আজাদ,সপ্তর্ষি সকলকেই দেখলেন।
মাষ্টারমশাই তাকিয়ে রইলেন ছাত্রদের দিকে।
তিনি বোধহয় তাকিয়েই থাকবেন!
রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।