বাণীদি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : সোনিয়া চ্যাটার্জ্জি
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৩ টি লেখনী ২১ টি দেশ ব্যাপী ১৩৬৯ জন পড়েছেন।
আমার জীবনের সেরা শিক্ষক কে ? জীবনে অনেক শিক্ষকের সংস্পর্শেই এসেছি যাদের শিক্ষায় আমি আলোকিত হয়েছি, আমার মূল্যবোধ গড়ে উঠেছে একটু একটু করে ۔۔۔۔
কোনো একজন শিক্ষককে আমি সেরা বলে বেছে নিতে পারবোনা l 

আমার জীবনের প্রথম এবং প্রধান শিক্ষকের ভূমিকা অবশ্যই আমার মায়ের এবং আমার বাবার , কিন্তু তাঁদের কথা লিখতে গেলে পক্ষপাতদোষের আশঙকা আছে l তাই আমি বাণীদির কথা লিখবো l

মনে আছে তখন ক্লাস ফোর , ভূগোল পড়াতেন বাণীদি l শৈশবস্মৃতির ঝুড়িতে উঁকি মারলে বাণীদির যে ছবি মনের মধ্যে স্পষ্ট হয়ে ভেসে ওঠে তা হল তাঁর লম্বা দোহারা চেহারায় কালো ফ্রেমের মোটা লেন্সের চশমা , পরিপাটি করে বাঁধা খোঁপা ঘাড়ের ওপর , হালকা রঙের তাঁতের শাড়ি, আর কাঁধে শান্তিনিকতনি ঝোলা l

বাণীদি ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে চকের এক টানে একে ফেলতেন পশ্চিমবঙ্গের ম্যাপ , তারপর পড়ানো শুরু করতেন , বলতেন "ভালো করে তাকিয়ে দ্যাখো মেয়েরা , মনে হচ্ছে না এক প্রাণচঞ্চল কিশোরী ছুটে চলেছে সামনের দিকে , তার খোলা চুল উড়ে যাচ্ছে পেছনপানে ۔۔۔"
তখন মনে হত , তাইতো , এ যেন আমারই ছবি , বিকেলে যখন খেলতে যাই এমন করেই তো দৌড়ে যাই l মুহূর্তে একাত্ম হয়ে যেতাম পাঠে l

তখন আমি বছর দশেকের , খুব বিস্তারিত কিছু স্মৃতিতে নেই , তবু আমি আজ বাণীদির কথা বলছি কারণ তিনি আমাদের এক অনন্য মূল্যবোধের শিক্ষা দিয়েছিলেন l 

মনে আছে, মেয়েটির নাম প্রতিমা , সেই বছরেই আমরা তাকে পেয়েছিলাম আমাদের ক্লাসে , আমাদের সহপাঠিনী কিন্তু বয়েসে বেশ খানিকটা বড় আমাদের চেয়ে , একা একা বসে থাকতো ক্লাসের এক কোণে , ঘনিষ্ঠ হইনি কেউ ওর সাথে l
প্রতিমার একটা চোখ ছিল না , চোখের জায়গায় ছিল ফাঁকা গর্ত , পরের দিকে নকল চোখ লাগানো হয়েছিল , হয়তো এটাও একটা কারন ছিল ওর সঙ্গে কারোর ঘনিষ্ঠতা না হওয়ার l

বাণীদি লক্ষ্য করতেন , ক্লাসে এসে , হয়তো ক্লাসের বাইরে থেকেও l একদিন প্রতিমা আসেনি সেদিন , বাণীদি আমাদের কাছে কাছে জানতে চাইলেন ওর ব্যাপারে, কিন্তু কেউই আমরা কিছুই বলতে পারলাম না l

সেদিন তিনি আমাদের শিখিয়েছিলেন কারোর অপূর্ণতা , দুর্বলতা কারো অপরাধ নয় , বন্ধুত্বের মধ্যে , ভালোবাসার মধ্যে এইসব কখনো সামনে এসে দাঁড়াতে পারেনা l কারোর অপূর্ণতা দিয়ে কাউকে বিচার করতে নেই , তার মন , তার হৃদয় দিয়েই বুঝে নিতে হয় সে কেমন ۔۔

মনে আছে এর পরে ক্লাসের সবাই প্রতিমার বন্ধু হয়ে গেছিলাম , আজও মনে আছে ওর অমলিন হাসিভরা মুখ , খুশিতে উচ্ছল হয়ে ওঠা , ঠিক আমাদের মতই ۔۔
রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং সোনিয়া চ্যাটার্জ্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 23  Europe : 1  France : 3  Germany : 2  India : 117  Ireland : 1  Russian Federat : 7  Saudi Arabia : 3  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 2  United States : 91  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 23  Europe : 1  France : 3  
Germany : 2  India : 117  Ireland : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 3  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 2  
United States : 91  
লেখিকা পরিচিতি -
                          সোনিয়া চ্যাটার্জী ১১ই নভেম্বরে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি রাজ্য সরকারের অধীনে চাকুরীরতা l

লেখালিখি ওনার অবসরযাপনের েক অন্যতম পছন্দের এক বিষয়l উনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় লেখালিখি করেন। 
                          
© কিশলয় এবং সোনিয়া চ্যাটার্জ্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাণীদি by Sonia Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬১৯৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী