, শহর : Kolkataগল্প নয়গো কর্তাবাবু,আমি নিজে হাজিরা দিয়েছিলাম তোষামোদ কক্ষে।জর্জ সাহেবের আজ্ঞায় তো দু - জনের বৈপরীত্যের খেলা তো শুরু হলো; কিন্তু ঋকের কি হবে? তা নিয়েই প্রশ্ন।তারপর, বাদামী চৌকাঠে দাঁড়িয়ে দুজনেই সম্মতির সাধনে জড়ালো 'ঋকের ছাত্রাবাসে থাকার'। তবে আজকাল শুনেছি, প্রণয়ের তাগিতে দাম্পত্য নাকি নিবদ্ধিকরণ ঘটে; তাহলে...!
কর্তাবাবু একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে; তারপর, ঠোঁটের কোণে নকল হাসির প্রলোভন দেখিয়ে ক্ষীণ স্বরে বলে - "কাল থেকে আবার বড় ছেলের বাড়িতে দিন পড়বে।"
রচনাকাল : ২৫/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।
তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।
তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।