দিলরুবা যন্ত্রের, বেসে শব্দ সৃষ্টি করো? হ্যাঁ করি। চিত্তকে জিজ্ঞাসা করেছো সে কার কথা শোনে? কই না তো। ভুলে যেওনা,প্রকৃতির নিয়মে দীন পরিবর্তিত হয়না। ভুলে যেওনা, পটিয়সী বলেই তোমার চিত্তে হানা দিয়েছে ওই নির্ভীক শাবক। জাতির ভিড়ে কথ্য যদি না হয়, সংশ্লিষ্ট সংলাপ চেয়ে রইলো চিত্তের আশায়।রচনাকাল : ২৩/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস। তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি। তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।