, শহর : Kolkata
রাত তখন দু'টো হবে! হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে বীরেনের সুপ্তির নিপাত ঘটলো। বাইরে তখন প্রকৃতির প্রবল দুর্যোগ;কালো বৃষ্টির সঙ্গে দৈত্যিক মেঘেদের পৈশাচিক হুংকার পৃথিবীর বুকে যেনো পাহাড় ভাঙছে। কিছুক্ষণ নিবৃত্তি মগজের কলকব্জা চালু হওয়ার পর বীরেন শয্যা ছেড়ে দরজা খুলতেই দেখে রাঙা সাজে সজ্জিত,ঘোমটা দিয়ে দাঁড়িয়ে মায়া। বীরেনের অঙ্গ - প্রত্যঙ্গ তখন হিমালয়ের চূড়া ছুঁয়েছে, কোনো রকমে কলিজার ধুকপুকানি বুক চিরে বাইরে বেরিয়ে আসছে। হতবাক হয়ে কিছু শব্দ ছোড়ার আগেই, স্নিগ্ধ মৃদু স্বরে মায়া বলে উঠলো - " ভুল বোঝার দরুন তুমি আমাকে অ্যাসিডের ভালোবাসা দিলে; তাই বলে আমি কি পতি সেবা থেকে তোমাকে খাটো করতে পারি।"
রচনাকাল : ২৩/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।
তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।
তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।