রাত তখন দু'টো হবে! হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে বীরেনের সুপ্তির নিপাত ঘটলো। বাইরে তখন প্রকৃতির প্রবল দুর্যোগ;কালো বৃষ্টির সঙ্গে দৈত্যিক মেঘেদের পৈশাচিক হুংকার পৃথিবীর বুকে যেনো পাহাড় ভাঙছে। কিছুক্ষণ নিবৃত্তি মগজের কলকব্জা চালু হওয়ার পর বীরেন শয্যা ছেড়ে দরজা খুলতেই দেখে রাঙা সাজে সজ্জিত,ঘোমটা দিয়ে দাঁড়িয়ে মায়া। বীরেনের অঙ্গ - প্রত্যঙ্গ তখন হিমালয়ের চূড়া ছুঁয়েছে, কোনো রকমে কলিজার ধুকপুকানি বুক চিরে বাইরে বেরিয়ে আসছে। হতবাক হয়ে কিছু শব্দ ছোড়ার আগেই, স্নিগ্ধ মৃদু স্বরে মায়া বলে উঠলো - " ভুল বোঝার দরুন তুমি আমাকে অ্যাসিডের ভালোবাসা দিলে; তাই বলে আমি কি পতি সেবা থেকে তোমাকে খাটো করতে পারি।"
রচনাকাল : ২৩/৮/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।