দাবী
অনুপ বর্মন
গাছের কাছে দাবী করো,
সে তোমায় 'কর্ণে'র ন্যায় খাদ্য ও অক্সিজেন
দেবে, যাতে তুমি বাঁচতে পারো।
পরিবর্তে তুমি আঘাতে 'ল্যাটেক্স' ঝড়াতে পারো।
নদীর কাছে দাবী করো,
সে নিজেকে 'একলব্যের' ন্যায় ক্ষত করে
তোমায় দেবে বারিপ্রবাহ।
আকাশের কাছে দাবী করো,
অন্ধকার কালো ধোঁয়াকে 'রবি'স্পর্শে সরিয়ে
তোমার কাছে পৌঁছে দেবে আলোকছটা।
ক্ষেতের কাছে দাবী করো,
'কেশরী' নন্দনের 'পুরুষোত্তম' দর্শন করানোর মতো
নিজের বুক চিরে তোমায় দেবে
মাতৃদুগ্ধসম অন্ন।
পর্বতের কাছে দাবী করো,
'জোসেফ মারি'র সহায়তায় 'রোনাল্ড হেরেকে'র মতো
নিজের অন্তস্থল থেকে তোমায় খনিজ দেবে।
পথের কাছে দাবী করো,
সে আপনারে মেলে ধরে
তোমায় দেবে বিস্মৃত 'কলি'র অন্তরা,
যাতে তুমি 'ইউলিসিস' হয়ে
আপন নেশা চরিতার্থ করতে পারো।
এদেরও তো আছে দাবী,
আমরা কি তাহা ভাবি?
রচনাকাল : ২২/৮/২০২০
© কিশলয় এবং অনুপ বর্মন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।