মনসা মঙ্গল কাব্য .... জয় জয় মা মনসা
মা মনসার মর্ত্যে আগমন (ধর্মীয় কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
(তৃতীয় পরিচ্ছেদ)
বাণিজ্য করিতে যায় চাঁদ সদাগর,
মাঝিমাল্লা সাথে চলে সপ্তডিঙা পর।
দেবী মা মনসা ভাবে আসিল সময়,
সমুচিত শিক্ষা তারে দিব সুনিশ্চয়।
দৈববাণী আসে ভেসে শুন সদাগর,
পাইবে সকলি তুমি যদি পূজা কর।
চাঁদ বলে, না পূজিব চ্যাংমুড়ি কানি,
কভু নাহি পাবি পূজা কহিলাম আমি।
কুপিত হইলা দেবী শুনি তার কথা,
মনসা দেবীর শাপ না হবে অন্যথা।
সপ্তডিঙা রোষে তার ডুবিল সাগরে,
মাঝিমাল্লা কহে তবে চাঁদ সদাগরে।
চাঁদ সদাগর বলে, না হেরি উপায়,
ভাসিয়া সাগরজলে বুঝি প্রাণ যায়।
মনসা-মঙ্গল কাব্য অমৃত কথন,
মা মনসার পাঁচালি লিখেন লক্ষ্মণ।
রচনাকাল : ২০/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।