কবিকে এখনো কি দেখছ তুমি বিশ্বভরা প্রাণ ? ভাবছ কি গো চাঁদের দোলায় ধরবে কে গো তান ? তোমার গানে,তোমার তানে কাটছে জীবন তরী ! তবুও তো দুলছে জীবন তরঙ্গ আজ প্রাণ | বলছ কি গো ওপার থেকে ভরসা রাখিস ওরে ! বদ্ধ জীবন গাইছে আজি বাঁধ ভাঙার গান , কোন সে ছুটির নিমন্ত্রণে ডাকছ যেন তুমি, ছুটি কি আর ফুরাবে আর? কখনও অন্যমনে !রচনাকাল : ২০/৮/২০২০
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।