বেঁচে এসেছো মানুষ তোমরা, দিয়েছি জল-হাওয়া,সবুজ ফসল, ফল-ফুলের কত ঋণ; সব নিয়ে স্বার্থ ভরিয়েছো মানুষ তুমি, তবু,এতটুকু ভালোবাসোনি কোনো দিন! আজ হাওয়ায় বিষ, জল তলিয়ে, সবুজ হচ্ছে নিঃশেষ পুড়ে বা ঝড়ে; অতিলোভ-লালসায় মানুষ, - তোমার বাঁচার আশা ক্ষীণ; বেঈমান তুমি, যে দিয়ে এসেছে তাকে ভালোবাসোনি কোনো দিন..!রচনাকাল : ১৯/৮/২০২০