বসন্তের পড়ন্ত বিকেলে ছিলো না রোদ চশমার আড়াল , পাতার ফাঁকে ডানা মেলে শুষে নিচ্ছে দিনের শেষ আলো------------- আজকের বসন্ত বউরি । নদীর ধারে চখা-চখি ,একদা মুখোমুখি আজ বেড়ায় একাকী, হলুদ কামিজের হলদে আভায় মনে পড়ে গায় হলুদের তত্ত্ব----- -----কুমারী না অকুমারী ? ----থাক সে কথা অব্যক্ত ।রচনাকাল : ১৮/৮/২০২০