একটু ছুঁয়ে দাও
মোঃ তোফায়েল হোসেন
==============
তুমি একটু ছুঁয়ে দাও- শুধু এই পোঁড়া মন
বিরহের আগুনে আর চাইনা হতে দহন
উত্তপ্ত হাওয়ায় মরুময় এ কী প্রহসন
যন্ত্রণার সাহারায় হারিয়ে গেছি যে কখন।
তুমি একটু তাপ দাও- শুধু এই নিমন্ত্রণ
আমি যেন আর বাঁচিনা হয়ে যাচ্ছে কী মরণ
উষ্ণতার হাহাকারে হিমায়িত হচ্ছে জীবন
যন্ত্রণার মহাসাগরে ডুবে যে গেছি এখন।
তুমি একটু প্রেম দাও- জাগুক এই লগণ
আমি ভাতঘুমের এ রাজ্যে চাই স্বপ্নের ক্ষণ
দিনগুলো যেন ছন্নছাড়া রাতও তো তেমন
বিষণ্নতার ব্যথায় নিঃসঙ্গ প্রহরী যেমন।
তুমি একটু সাড়া দাও- ভেঙ্গে যাক এই পণ
আমি হৃদয় দুয়ারে দাড়িয়ে করছি স্মরণ
তোমার মায়াময় অধর আর নীল নয়ন
ভালো লেগেছে বলে এভাবে জানাই আমন্ত্রণ।
তুমি একটু ঘাম দাও- শুরু হোক শিহরণ
আমি পাগল পুরুষের মতো করি আলোড়ন
শান্ত বিকেল অশান্ত করে কামনার প্লাবণ
মধুময় প্রহরে দু’জন করবো আন্দোলন।
তুমি একটু বিষ দাও- ইচ্ছে করে যে ভীষণ
আমি তৃষ্ণার্থ হয়ে করছি অদ্ভুত অনশন
নীলাচলে নামুক আমিময় উদাসী শ্রাবণ
ভালোবাসো নতুবা শিখাও মৃত্যুময় দর্শন।
=========<<>>==========
রচনাকাল : ১৮/৮/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।