ধর্ষক-প্রেমিক
মেঘনাদ দত্ত
আমি ধর্ষক, নানান সম্পর্কে আবর্তিত।
অভিযোগের আঁশটে তীর
রাবারের বলের মতো তাক করতেই পারো।
এটি প্রাগৈতিহাসিক প্রাকৃতিক প্রবৃত্তি।
স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের কালিতে
তার নাম ধর্ষক দিতে পারো।
কামনা-ভালবাসার মোহানা স্থলে
প্রেমের ঘটে উৎপত্তি।
প্রেমের বালির তলে
কুলু-কুলু ধ্বনিতে কামনা প্রবাহিত নিত্য !
তোমার তিমির চুলের রাশির ভিতর
আমার তর্জনী-অনামিকার যাতায়াত,
করুণ শঙ্খের মতো ব্যাকুল করে।
চুম্বনের আবেগঘন বিশৃঙ্খলতায়,
তোমার প্রশ্বাসের বৈশাখীময়তা
ধর্ম-সংস্কৃতির উজানে আমায় বহে।
রানী সুদেষ্ণার বর্ণনায়
দ্রৌপদীর নিতম্বদ্বয় ছিল উন্নত,
নাভি ছিল গভীর।
আজও, তোমার নাভির ভিতর,
মৌটুসী পাখির সোহাগ পাই।
ভালো-মন্দের কমা-সেমিকোলন -এ
প্রেমের দৃঢ় নীরবতাকে হত্যা করো না।
মনে রেখো, আমরা সকলেই প্রথমে ধর্ষক, পরে প্রেমিক !
রচনাকাল : ১৮/৮/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।