~মিথ্যাবাদী মা ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
মা বলে খোকা তুমি সত্যি কথা বলবে,
মা যে নিজেই মিথ্যাবাদী তার কথা কে শুনবে?
শুনবে যদি বলতে পারি মায়ের বলা বুলি,
শোনার পরই বিচার করো সত্য - মিথ্যা গুলি।।
মা বাবা আর আমায় নিয়ে ছোট্ট পরিবার,
ভাত খেতে মার বিকেল হবেই প্রতি রবিবার।
বলতো যদি বাবা মাকে করছো কেন দেরি?
মা বলতো পায় নি খিদে কি আর আমি করি?
এটা ছিল মিথ্যা কথা বুঝতে এখন পারি,
ঘরের কাজ সাঙ্গ হলেই সুযোগ মেলে তারি।।
পুজোর সময় কিনতে গেছি জামা-কাপড়-জুতো,
টান পড়েছে ভাগের টাকায় হয় নি মনোমত।
কিনবে না মা ভাগের টাকায় জেদ ধরেছে ভারি,
আলমারিতে আছে নাকি প্রচুর দামী শাড়ি।
কি আর হবে মায়ের টাকা, তাইতো দিলো মোরে,
কেনা হলো দামী পোষাক মায়ের টাকা জুড়ে।
নয়তো এটা সত্যি কথা বুঝতে এখন পারি,
তাইতো বলি মা যে আমার চরম মিথ্যাচারী।।
হঠাৎ বাবা মারা গেলেন কয়েকদিনের জ্বরে,
সংসারের ঐ বিরাট বোঝা পড়ল মায়ের 'পরে।
রাত -দিন মা সেলাই করে ঘুমায় নাকো রাতে,
বললে বলে শিখছি সেলাই ঘুম আসে না রাতে।
এখন বুঝি আবার এটা মায়ের মিথ্যাচার,
পড়াশোনার অনেক খরচ লাগবে টাকা তার।।
বড় হয়ে চাকরি নিয়ে দিলাম বিদেশ পাড়ি,
আনবো মাকে আমার কাছে রাখবো না আর ছাড়ি।
পারলাম না আনতে আমার মিথ্যাবাদী মাকে,
অনেক তারার ভিড়ের মাঝে খুঁজছি আমি তাকে।
মিথ্যাবাদী মাগো আমার হৃদয় আছো জুড়ে,
ভুলবো না মা তোমার স্মৃতি যতই থাকো দূরে।।
৩২ শে শ্রাবণ, ১৪২৭
রচনাকাল : ১৮/৮/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।