পরিণতি
অনুপ বর্মন
সহেলী যখন আকাশ হয়ে
মিজানুরের কাছে এসেছিল,
সেই ঘন নীলের মধ্যে
সে পেয়েছিল শিউলি ফুলের
নিরালা ও অস্থির সুগন্ধ।
নিজেকে ঈগল ভেবে পাড়ি দিয়েছিল
গভীর, অসীম অজানার সন্ধানে
জ্ঞান রূপী পক্ষীদ্বয়,
মানবতা রূপী চেতনা, মনুষ্যত্ব রূপী বিবেক ছিলো
তার ভেসে যাওয়ার ভেলা।
সে ভেসেছিল 'আকবর' হয়ে
'যোধা'কে ধরিবার তরে।
সে বোঝেনি আকাশের নীলে
মিশেছিল 'বিষের' নীল-
হিংসা বা জাতের প্রাচীর।
'যোধা' আজ নিথর হয়ে শায়িত
কঙ্কাল তার খেয়েছে কীটে।
সিংহাসন চ্যুত সম্রাট আজ
স্মৃতির খাতায় গেছে মিশে।
রচনাকাল : ১৭/৮/২০২০
© কিশলয় এবং অনুপ বর্মন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।