মনসা মঙ্গল কাব্য .... জয় জয় মা মনসা মর্ত্যে মা মনসার পূজা প্রচার (প্রথম পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৮৬৬৮১ জন পড়েছেন।
মনসা মঙ্গল কাব্য  ......... জয় জয় মা মনসা 
মর্ত্যে মা মনসার পূজা প্রচার (ধর্মীয় কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

মনসার এক সঙ্গিনী নেতার পরামর্শে মনসা মর্ত্যে নেমে আসেন মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে। প্রথম দিকে মানুষ তাকে উপহাস করত। কিন্তু যারা মনসার ক্ষমতা অস্বীকার করল, তাদের জীবন দুর্বিসহ করে তুলে মনসা তাদের বাধ্য করলেন তার পূজা করতে। মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মানুষকে মনসা তার ভক্ত করে তুললেন। কিন্তু চাঁদ সদাগর তার পূজা করলেন না। মনসা লক্ষ্মী ও সরস্বতীর মতো একজন দেবী হতে চাইছিলেন। তাতে সফল হওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পূজাগ্রহণ তার কাছে বাধ্যতামূলক ছিল। কিন্তু চাঁদ সঙ্কল্প করেছিলেন, তিনি মনসার পূজা করবেন না। মনসা চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে চাঁদের ছয় পুত্রকে হত্যা করলেন। শেষে মনসা ইন্দ্রের রাজসভার দুই নর্তক-নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এঁদের নাম ছিল অনিরুদ্ধ ও ঊষা। অনিরুদ্ধ চাঁদ ও তার স্ত্রী সনকার সপ্তম পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হল লখিন্দর। ঊষা বেহুলা নামে জন্মগ্রহণ করলেন। লখিন্দর ও বেহুলার বিবাহ হল। মনসা লখিন্দরকে হত্যা করলেন। কিন্তু বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন। শেষে তিনি চাঁদের সাত পুত্রের প্রাণ ও হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন। চাঁদ মনসার দিকে না তাকিয়েই বাঁ হাতে তার দিকে ফুল ছুঁড়ে দিলেন। মনসা এতেই খুশি হলেন। তিনি চাঁদের পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন এবং তার হারানো সম্পদও ফিরিয়ে দিলেন। মঙ্গলকাব্যে রয়েছে, এরপর মনসার জনপ্রিয়তাও বৃদ্ধি পেল।

      (প্রথম পরিচ্ছেদ)

আজি মনসার পূজা পূণ্য শুভক্ষণ,
সকলেরে মা মনসা দেন দরশন।
জয় জয় মা মনসা, বিষহরি জয়,
যেবা পূজা করে তব, কাটে সর্পভয়।

চাঁদ সদাগর করে পূজা মনসার,
সেইহতে পূজা মর্ত্যে হইল প্রচার।
লখীন্দর বেহুলার বাসর ঘরেতে।
প্রবেশিল কালীনাগ ক্ষুদ্র ছিদ্রপথে।

চাঁদ কভু মনসার পূজা নাহি করে,
সর্প দংশনে পুত্র মরে বাসর ঘরে।
জয় জয় মা মনসা প্রণমি তোমায়,
তব কৃপাবলে চাঁদ পুত্র ফিরে পায়।

বাম হস্তে পূজে চাঁদ মা মনসাকে,
পূজার প্রচার তাই হল মর্ত্যলোকে।

রচনাকাল : ১৭/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 12  Europe : 1  France : 2  Germany : 2  India : 83  Ireland : 19  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 2  
Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 2  United States : 97  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 12  Europe : 1  France : 2  
Germany : 2  India : 83  Ireland : 19  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 2  Sweden : 10  Ukraine : 3  
United Kingdom : 2  United States : 97  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনসা মঙ্গল কাব্য .... জয় জয় মা মনসা মর্ত্যে মা মনসার পূজা প্রচার (প্রথম পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬২৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী