~দোল খেলা ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
এসেছে ফাগুন মাস,আসছে যে দোল,
পলাশের ডালে ডালে লাগে হিল্লোল।
লালে লালে রাঙা হয়ে,ফুটেছে যে ফুল ,
মাতবে দোলেতে সবাই,মন যে ব্যাকুল।।
ফাগুন পূর্ণিমা রাতে হলিকা দহন,
অশুভ বিনাশ করে দোলের পালন।
ছোট-বড় মিলেমিশে শুরু দোল খেলা,
সকাল কেটে গিয়ে বেড়ে যায় বেলা।।
লাল নীল আবিরে ভরে ওঠে বেশ,
পিচকিরির নানা রঙে ধরে রাখে রেশ।
বেলুনেতে ভরে রং বাচ্চারা ঘোরে,
যাকে পায় তার গায়ে দূর থেকে ছোঁড়ে।।
ভক্তরা আবির নিয়ে খেলছে যে দোল,
দোলাতে রাধে-শ্যাম, বাজছে মাদল।
বৈষ্ণব করেছে শুরু কীর্তন গান,
বাতাসা বিলায়ে পথে করে হরি নাম।।
খেলা শেষে নানা রঙে ভরে ওঠে মুখ,
সাঙ্গ হয়েছে খেলা মনে জাগে সুখ।
নানা রঙে রাঙা হয় পুকুরের জল,
শেষ হয়েছে দোল ঘরে ফিরে চল।।
৩১শে শ্রাবণ, ১৪২৭
রচনাকাল : ১৭/৮/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।