ঐ যে সুদূরে যেথা সবুজে মিশেছে নীল, হিয়ার আবর্তনে কেউ পেয়েছে হিসাবে মিল... কাঙ্খিত খুশি নিয়ে গড়েছে স্বপ্ন রঙীন, অবাধ মেলামেশা তাকে করেছে সার্বজনীন... প্রতিটা বসন্তে পাপের আবির মেখে-- কতশত পোড়ামুখে স্মৃতির চিহ্ন রেখে, ধূসর অনুচ্ছেদে জীবন প্রবাহ তার, অপরাধ রঙে মেতে আজ চারিধার...!!রচনাকাল : ১৬/৮/২০২০