জন্মদাত্রী মা নও তুমি জেনেছি কোন কালে পরম আদরে বড় করেছ চলছো তালে তালে। মাগো আমি অসহায় বড় তোমা বিনা কিছু নেই জগৎ সংসারে মায়ার বাঁধন তুমিই আছো সেই। কত জ্বালাতন সহ্য করে হাসি রেখেছ মুখে রাত্রে প্রহরী হয়েছে মোর নিদ্রামগ্ন সুখে। মাগো আজ পড়ছে মনে সেই অতীত স্মৃতি কুড়ে কুড়ে খাচ্ছে মাগো বিচ্ছেদের ভীতি।রচনাকাল : ১৬/৮/২০২০