কাশ ফুলের গন্ধ মাখা ভোরের নরম আলোয় সেদিন রক্ত মাংসের দেহে প্রতিষ্ঠা করেছিলে প্রাণ স্নেহের ঝিনুকে ভরে , মুক্ত করেছিলে দান । চলার পথে তুমি শক্তি , তুমিই আমার অনুপ্রেরণা প্রবল জীবন ঝড়ে জানি , তুমি নিশ্চিন্ত আস্তানা যদি পারো, যত ভুল যত অন্যায় , করে দিও ক্ষমা । অপারগ আমি করতে তোমার মহানুভবতার বর্ণনা তবু ক্ষুদ্র এই প্রচেষ্টা, বর্ণমালায় করি তোমার অর্চনা ।রচনাকাল : ১৬/৮/২০২০