ঘুম না আসা মধ্যরাতের মন কেমনের জানালা দুরে কোথাও বিরহ মাখা বিষাদী বেহালা ।। নির্জন হাইওয়ে, ক্লান্ত ব্যালকনি,একলা আরাম কেদারা , স্মৃতির পাতায় খসে পরা তারারা ।। পাহাড় ঘেরা চায়ের পাতা,বরফ মোড়া বাতাসিয়া লুপ তুমি আমি একচাদরে, গীর্জার মত চুপ ।। যে কিশোরী ভুল বুঝে হারিয়েছে, প্রেমেরপ্রস্তাব সেও কি জেগে আছে ! বুকে পুষে অনুতাপ ।।রচনাকাল : ১৬/৮/২০২০