একলা ঘরে বন্দি আমি, জ্বলছে না তো আলো। মনের কোণে উঁকি মেরে দেখো- নেইকো আমি ভালো। অপেক্ষা করছি আমি, তোমার ফিরে আসার মনের ঘরে জ্বালবে তুমি প্রদীপ ভালোবাসার।
Kisholoy