উচ্চ নয়নে চাহি দেখি ত্রিবর্ণরঞ্জিত পতাকায়ে, খুজে পাই না কো সেই যন্ত্রণা যা এসেছিলো কত শত বীরের প্রাণের বিনিময়ে ...! বীরদের সেই বলিদান দেখি কিন্তু ... দেখি না...মানুষের অন্তরের সেই ভালোবাসা ..! যা দেখি তা এক অন্য অপরিচিত দেশ ..! যে দেশে ভাইয়ে ভাইয়ে হানাহানি আর প্রকৃত দেশভক্তি ও আজ প্রায় নিরুদ্দেশ ॥রচনাকাল : ১৬/৮/২০২০
মলয় বর্ধন, ৭ ই জুন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন । তিনি লেখাপড়ার পাশাপাশি ছবিও আঁকেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দারুণ আগ্রহ । তিনি সাহিত্যচর্চা করতে, গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন । তিনি বড়গল্প, ছোটগল্প, নাটক, কবিতা লেখেন । এছাড়া, কমিক্স করা তার অন্যতম সখ । তাছাড়া, তিনি বিভিন্ন অনলাইন পত্র -পত্রিকাতেও লেখেন ।