ভাবনাগুলো আজ যেনো হচ্ছে এলোমেলো, ভাবোচ্ছাসের সমুদ্রতে মন যে ধূসর কালো ; ভাবুক আমি তোকে নিয়ে আধুনিকতার ঘূর্ণিপাকে- ভাবুনে হয়েও বিদ্রোহে যাই নিষ্ঠুরতার দূর্বিপাকে। ভাবায় মন , মাতায় মন ভালোবাসার অস্থিরতায় ভাব করাই যে ভবিতব্য এই সমাজের বাস্তবতায়। ভাবনা , এতো কি ভাবিস বসে মিছেই ? ভাবুক মনে পৌঁছে যে যাই তোর পিছেই ||রচনাকাল : ১৬/৮/২০২০
লিজা মন্ডল (সাহা) ১৭ই মার্চ , উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকে পড়াশুনার পাশাপাশি গান, নাচের চর্চাও করেছেন। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়েই তাঁর পড়াশুনা। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রবণতা খুবই ছিল , তাছাড়া সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন লেখক-কবিদের গল্প , উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তেও তিনি ভালোবাসেন।