কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৪৪ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ২০৯০৬ জন পড়েছেন।
ক্ষদিরাম
তুচ্ছ আমার প্রাণ মহান আমি নয়।
মহান যদি হতেই হয়, ভারত যেন হয়।
স্বাধীনতার তরে, দেশের জন্য লড়ে।
আমার মতো কতো সন্তান দিয়েছে দেশ গড়ে ।।
তবুও করোনা আমায় প্রণাম।
উজ্জ্বল করো দেশের নাম।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।