স্বপ্নশ্বাস
মোঃ তোফায়েল হোসেন
তার দু’চোখ শুধু স্বপ্নেই আসে স্বপ্নেই ভাসে,
দেয় নিঃসংকোচ অবজ্ঞাসূচক অবিস্মিত সংক্ষিপ্ত দৃষ্টি।
আমি প্রেমের বিস্তৃত ভূখন্ডে দৃপ্ত ভঙ্গিমায়
দু’হাত বাড়িয়ে তারে আহবান জানাই বুকের কুঞ্জপুকুরে,
শহরজ্যাৎস্নার মায়াবী আলোয়।
তার দু’ঠোঁট শুধু স্বপ্নেই হাসে স্বপ্নের পাশে,
দেয় তীব্র অলঙ্ঘনীয় অতৃপ্ত তৃষ্ণার শিহরণময় বৃষ্টি।
আমি দিকশূন্যপুরে দাড়িয়ে নক্ষত্রের গান গেয়ে গেয়ে
তার অপেক্ষায় ডুবে থাকি জীবনের দুর্ভেদ্য প্রহরে,
মরুজ্যোৎস্নার ধূসর আলোয়।
তার দু'বুক শুধু স্বপ্নেই চষে স্বপ্নের মাসে,
দেয় সোহাগী উষ্ণতার ডাক-
করে ভূমিকম্প সৃষ্টি।
আমি বনো লাবণ্যে মাধকতার গন্ধে বিসদৃশ্য বিভোরতায়
চিরবসন্তের খোঁজে পুনরুজ্জীবিত হই জীবনের জলসাঘরে,
ধানজ্যোৎস্নার হলুদ আলোয়।
তার দু’উরু শুধুই স্বপ্নশ্বাসে স্বপ্নের দেশে,
দেয় অস্তিত্ব অভিলাসী স্নায়ুতে ইন্দ্রজালের রসালো মিষ্টি।
আমি উচ্ছ্বসিত অচিন আবেশের ইশারার স্ফুলিঙ্গ দেই
ক্ষুধার্ত উৎফুল্লতাময় কাকডাকা ভোরে,
মনজ্যোৎস্নার নীলাভ আলোয়।
***
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।