আকাশের অবস্থা সকাল থেকেই খারাপ। বড্ড ফ্যাকাসে চারিদিকটা। প্রায় সম্পূর্ণই মেঘে ঢেকে রয়েছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। তারই মধ্যে অভ্যাসগত সিগারেটটা ধরিয়ে ডাইরিটা ও আস্ট্রেটা নিয়ে জানালার ধারে এসে বসলো সে,
"এরকম আবহাওয়ায় আজই কি দরকার ছিলো স্মৃতিঘাটার?" প্রশ্নটা নিজেকেই করলো ।
কিন্তু উত্তরের অপেক্ষা না করেই প্রায় কাঁপা হাতে পৃষ্ঠা ওল্টানো শুরু ।একটার পর একটা পাতা ওল্টাচ্ছে আর রীতিমতো এক অদ্ভূত যন্ত্রনায় শিহরিত হচ্ছে তার শরীরটা । তবুও নিজেকে আটকানোর ক্ষমতা নেই তার। চেষ্টা কিছুটা করেছিলো বৈকি কিন্তু শেষে হাল ছেড়েছে । ওল্টাতে ওল্টাতে হঠাৎ একটা কোটেশন চোখে পরে তার, লাল কালিতে মোটা হরফে লেখা -
"তোমার বিষাক্ত মধুর ভাষায় প্রেম পাই আমার"
আকাশের অবস্থা আগের থেকে আর ও খারাপ । প্রায় অন্ধকার চারিদিক । আজ বৃষ্টি হবেই। বাইরেটা একটু পরখ করে আর একটা সিগারেট ধরিয়ে আবারও ওল্টাচ্ছে সে। শেষ লেখাটা পড়ে নিজেকে সামলাতে প্রায় পারছে না। চশমার কাঁচটা কেমন যেন ঝাঁপসা হয়ে যাচ্ছে। নিজেও বুঝতে পারছে আজ আর সামলাবে না মেঘ।
শেষে লেখা - "আচ্ছা অন্তর! তোমাতে আর আগের মতো আমার প্রকাশ ঘটে না বুঝি ?"
অঝোরে বৃষ্টি শুরু। থামার ঠিকঠিকানা নেই বললেই চলে । চাপা মন যে বড্ড বেসামাল ।ধাক্কা খাওয়ারই ছিলো যে। তবুও আজও অপেক্ষা শেষ প্রশ্নের উত্তরের।
ঘুমের অভিমানের খবর পাওয়া সত্ত্বেও সিগারেটটা ফেলে বিছানায় ভেজাচোখটা বুজলো এবার ।
" আর ও একবার বলবো সেদিন
... জিদ না কারো "
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং অণু দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।