কবিতাঃ মা নক্কী
কবিঃ সন্তু প্রামাণিক
আমি শিবু, আমার বউ টুসি।
আমার বউডা আজ সাত মাসের পোয়াতি।
আগের মাসে যকন ডাকতার দেকলো -
বললো ও শিবু, আমাদের বৌমা যে পোয়াতি।
তখন আমার বউডা যে কি নজ্জা পাইছিলো -
তা যদি দেকতে।
আমি ঠাকুরকে ডাকলাম ,
বিশ্বাস করো, বিশ্বাস করো খুব ভালো লাগচিলো।
পাড়ার মালতী কাকি যখন জানতি পারলো -
বললো ও শিবু, যা না বাবা,
একটু বুড়ো শিবির মনদিরি গিয়ে একটা মানত করে আয়।
দেখবি আমাদের বৌমার ছেলে হবে।
পরদিন আমি বুড়ো শিবির কাচে মানসা করলাম,
বললাম ঠাকুর আমার ঘরে নক্কী দিও।
বিশ্বাস করো আমি জানি মেয়েরা হলো মায়ের জাত,
আমি যকন শহরে যাই মেয়ে পুলিশ দেখি,
কতো উকিল, কতো জজ ওই শিয়ালদা কোটে।
টিকিট কাউনটারেও তো সেই কতো মেয়ে।
ভগবান আমার নক্কী দাও।
কাকি বললো -
আমাদের বৌমা যদি নক্কী হয় তবে ছেলে হবে,
আর যদি অনক্কী হয় তবে মেয়ে, বুজলি শিবু?
আজ টুসির খুব বেতা হচ্চিলো -
তাই তারে হসপিটালে নিলাম, আমার যে নক্কী চাই।
আমি বাইরি আর আমার টুসি ভিতরে -
ঠিক, ঠিক দুঘনটা পরে ডাকতার এলো,
আমার কেমন যেন ভয় করতি লাগলো।
বললো টুসিদেবীর বাড়ির লোক কে?
আমি বললাম আমি... আমি ডাকতার বাবু।
You have been blessed with a baby Girl..
কি? কি বললেন, আমি যে বুজিনি।
ডাকতার চলে গেলো, আমি কিচুই বুজলাম না।
এখন কি করি?... কি করি এখন...?
একটু পরেই ভিতরে গেলাম।
আমার টুসি ঘুমোচ্চে.... পাশে আমার....
পাশে আমার মা নক্কী। কী যে শান্তি....
আজ আমার টুসি অনক্কী নয়গো, সে তো -
সে তো দেবী দূগ্গা, আমার মা নক্কীর মা।
************
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।