কখনো একমনে দেখেছো ওই ঊর্ধ্ব গগনের তারাদের?ওরা দেখতেই বড়ো সুন্দর...উজ্জ্বল,ঝলমলে ।কিন্তু যদি কাছে পেতে তাকে এক নিমেষে পুড়িয়ে দিত সবকিছু।ফুল গাছে থাকলে যত সুন্দর দেখায় ঘরে রাখলে সৌন্দর্য্য কিছু কমে যায়।কোনো বনের পাখি যত প্রাণবন্ত থাকে খাঁচাতে থাকলে সে কিন্তু প্রাণের অভাব বোধ করে।যা কিছু সুন্দর তাই দূরের।কাছে আসলেই সৌন্দর্য কমবেই।আসলে আমরা যতক্ষন মরিচিকার জন্য ছুটবো ততক্ষণই ভালো থাকি।যেই জানতে পারি জলের অভাব সেই প্রাণের অভাব বোধ করি প্রত্যেকে ।তাই আজ এটুকুই বলতে মন চায়
সুন্দর তুমি দূরেই থাকো
চাইনা তোমায় কাছে
সত্যি হিরের ঝলকানি থেকে
কাঁচেই এ প্রাণ বাঁচে।।
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।