স্বাধীন ওগো,তোমার ডাকেই আমি অর্বাচীন। দেখতে পায় না, শুনতে পাই না, তাই আমি পরাধীন। বলতে পারি না ,বোবা মনে স্বপ্ন বুনি। কাজে ফাঁকি তো পিঠে বাজে ধ্বনি।। একটা পা খোঁড়া, একটা হাতটা পিছনে মোড়া। কল্পনা খিদে, ভাবনা চোখের জলে সারা।। তবুও আমি হাসি , নেই মনে গ্লানি। হাসি মুখে ছোটো ভাইকে দুধ খাওতে জানি ।।রচনাকাল : ১৫/৮/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।