স্বধীনতা আজ নতুন উদিত সূর্যের দিন। স্বাধীনতা শহীদের রক্তে রঙীন।। তার আলো যায়নি এখনো মায়ের পায়ের তলে। ধর্ষকের ভয়ে, মেয়ে চেপে আছে মায়ের কোলে।। দিন মজুর না খেয়ে পরে থাকে ঘরের এক কোণে । অবলার শরীর স্বাধীন,পরাধীনতা আছে তার মনে ।। স্বাধীনতা আসে না ,দেয় না, ছিনিয়ে আনতে হয়। স্বাধীন মনে বাঁচতে হবে, পরাধীন হয়ে নয়।। * রাকেশ বাগ *রচনাকাল : ১৫/৮/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।