স্বাধীনতা
সন্তু প্রামাণিক
স্বাধীনতা মানে ইন্ডিপেনডেন্স, তাইতো? ইন্ডিপেনডেন্স,
দাঁড়ান একটু,ভাবছি আমি, হোকনা আমার ভাবনাটি শেষ।
স্বাধীনতার মানে খুঁজি ডিকশেনারির পাতায় পাতায় -
দেশটি আজ স্বাধীন তবু, রক্তক্ষয়ের কাহিনীময়।
এটা কেমন স্বাধীনতা প্রশ্ন করেন অনেকেই,
আমার বাবা ওমন বলে ফেমাস হবার বাতিক যে নেই। আসল লড়াই করলো সুভাষ, ক্ষুদিরামের আত্মত্যাগে,
বিপ্লবীরা জীবন দিলো, স্বাধীন হলো দেশভাগে।
আজকে তুমি দিচ্ছো যে মত, ফেসবুকের পাতায় পাতায়
একটা সময় ছিলো তখন এসব বলা ভীষন যে দায়।
সাহেবরা সব সাহেব বটে, সঙ্গে কিছু মিথ্যে দালাল -
মায়ের কোলে জন্ম নিয়েও, স্বপ্ন মায়ের করতো আড়াল।
বিনয়-বাদল-দীনেশরা সব সত্যিমায়ের দামাল ছেলে,
ভগৎ সিং আর রাজগুরুরা করতো প্রহার সাহেব পেলে।
আজ বাতেলা যতই ঝাড়ি, যতই করি মিথ্যে বড়াই -
সত্যি মোরা স্বাধীন বটে, মত প্রকাশের স্বাধীনতা পাই।
অনেক চলে দোষারোপি, স্বাধীনতার মানে খোঁজা,
যখন তোমার প্রয়োজন হয়, দেখি তোমার চোখটি বোজা।
আজ হবেনা লড়তে তোমায়, সাহেবরা সব ফিরে গেছে,
মানুষ হয়ে বাঁচতে শেখো, মানুষ হওয়াই বাকি আছে।
*************
রচনাকাল : ১৫/৮/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।