কতো রক্তের গঙ্গা পেরিয়ে স্বাধীনতা এসেছে দ্বারে
তাইতো এই শুভ দিনে আলো জ্বালিয়ো মনের পারে
শিক্ষার আলোয় ভরুক তব দেশমাতার চরণ
অন্নের অভাবে যেন কেউ কান্নাকে না করে স্মরণ
রাস্তার পাশে গৃহহীন মানুষের সংখ্যা হোক শূন্য
তবেই এই দেশ মা গো হবে ধন্য
এমন দেশের স্বপ্ন দেখছি দিনের শেষে রোজ
চাইনা প্রত্যহ মোদের থালা থালা ভুঁড়ি ভোজ
সবার পেটের মরুক ক্ষুদা
মরুক মনের যতো দ্বন্ধ দ্বিধা
দেশের মায়ের সৈন্য হাসুক মন ভোলানো হাসি
ছেড়ে যেন কেউ না যায় এই ধরিত্রী মাটি
মরুক যত ধর্মীয় বিভেদ ভাই হয়ে থাকুক ওরা
ওদের মধ্যে কেউ যেন তুলতে না পারে দেওয়াল
সবাই বাঁচুক নিজের মতো যেমন তাদের খেয়াল।।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।