, শহর : Kolkataযুদ্ধ শেষে ফিরবো আমি সোনার তরী নিয়ে; বেলা শেষে একলা পানে থাকবে তুমি চেয়ে। যুদ্ধ শেষে ফিরবে কিছু রক্ত মাখা দেহ,আর কিছু করপাল; নিপাত যাবে একের অভিলাষ আর শয়তানের জাল। যুদ্ধ শেষে মাতবে প্রজা জয়ের আত্মহারায়; শেষ হবেনা আজও গোলে ভোগ - দখলের লড়াই।রচনাকাল : ১৪/৮/২০২০
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।
তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।
তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।