আমাকে কেউ জিজ্ঞাসা করে যখন
"স্বাধীনতার অর্থ কি?"
তাকেই বলি, কখনও ভেবে দেখেছেন
ইচ্ছে মতো বাঁচার আনন্দ কি?
স্বাধীনতার অর্থ মিশে থাকে,
আকাশের কোলে মুক্ত পাখির ডাকে।
বুক ভরা সাহস নিয়ে,
সৈনিকদের যুদ্ধ জয়ের গানে।
আমার স্বাধীনতার অর্থে আজ,
আমি পরনির্ভরশীল নাই।
আত্মনির্ভরশীল হয়ে আজ,
আমি একাই জয়ী।
আমার স্বাধীনতার চোখে, সব জতি সমান,
নেই কোনো ভেদাভেদ।
এক সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়ব সবাই,
জাগিয়ে মনে দেশপ্রেম।
আমার স্বাধীনতার ছায়ায় আমরা সবাই রাজা,
কারও অধীনে আমারা নই।
কুসংস্কারের জাল ছিঁড়ে,
জ্ঞানের সাগর হয়ে উঠবই।
আমার স্বাধীনতা তেই আমার পরিচয়,
দেশকে এগিয়ে নিয়ে যাবই।
প্রনাম জানিয়ে বীর স্বাধীনতা সংগ্রামীদের,
এক অপূর্ব সপ্নের দেশ গড়ে তুলবই।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং প্রিয়াঙ্কা ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।