আমরা স্বাধীন? হ্যাঁ আমরা স্বাধীন ভারতবর্ষেই বাস করি।নারী পুরুষের সমান অধিকার নিয়ে লড়াই করি , সমকামিতা পূর্ণতা পাক এই নিয়ে যুদ্ধ লড়ি।"বেটি বাঁচাও বেটি পড়াও "স্লোগান তুলে মিছিলে হাঁটি।তবে, এটাও সত্যি আমি স্বাধীন ভারতবর্ষে থেকেও স্বাধীনতার মানে আজও প্রতিবন্ধকতাই বুঝি।
যে দেশে আজও ঘুম থেকে চোখ খুললে প্রতিনিয়ত খবরের কাগজের হেডলাইন হয় ধর্ষণ।আর ধর্ষককারির প্রাপ্য শাস্তি টুকু দিতে ধর্ষিতা মেয়েটাকে বারবার করে ধর্ষিত হতে যেতে হয় সমাজে।সেই সেই দেশে আর যাই হোক স্বাধীনতার উৎসব মানায় না।
যে দেশে আজও ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিতে মা কে মরতে হয় বিনা চিকিৎসায়, সেই দেশে আর যাই হোক স্বাধীনতা নিয়ে নাচানাচি মানায় না।
যে দেশে আজও মা-বাবাকে দুমুঠো খেতে দেওয়ার ভয়ে তাদের সন্তান তাদের লুকিয়ে ফেলে আসে অজানা কোনো রাস্তায়, সে দেশে আর যাই হোক "আমরা স্বাধীন আমরা স্বাধীন "বলে চিৎকার করা মানায় না।
যে দেশে নববধূকে পুড়ে মরতে হয় পন না দিতে পারার জ্বালায় ;
যে দেশে আজও বিয়ের পর মেয়েদেরকেই নিজের বাড়ি ছাড়তে হয়,
যে দেশে আজও কন্যা সন্তান হওয়ায় তার মাকে বাড়িছাড়া করা হয়,
সেই দেশে সত্যিই কি স্বাধীনতা নিয়ে আমাদের উৎসব মানায়??
ইংরেজদের পরাধীনতার হাত থেকে ভারতবর্ষ সত্যি স্বাধীনতা লাভ করেছে। কিন্তু ভারতবাসী আজও পরাধীন।
শহীদ বিপ্লবীরা স্বাধীনতা আনতে পেরেছিল হয়তো ভারতবর্ষে কিন্তু ভারতবাসী আজও নিজেরাই নিজেদের কাছে পরাধীন।
উৎসব তো তখনই মানায় যে উৎসবে হাহাকার থাকবে না, যে উৎসবে ক্ষুধার কান্না থাকবে না,
যে উৎসবে থাকবেনা অশিক্ষা, যে উৎসবে থাকবে না বাঁচার ভয়ে মরতে যাওয়ার চেষ্টা।
সেই উৎসবে আজও আমি শামিল হতে পারিনি। তাই স্বাধীনতার মানে আজও আমি প্রতিবন্ধকতাই বুঝি।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।