স্বাধীনতা ছিল সবুজ কাননে,
ভোরের প্রথম আলো,
স্বাধীনতা আজ দিনের শুরু,
চুয়াত্তর পূর্ণ হল।
স্বাধীনতা মানে ভারত মাতার,
সুযোগ্য সন্তান দল,
স্বাধীনতা মানে রক্ত ঝরানো,
শহীদদের পূন্য ফল।
স্বাধীনতার আজ বেহাল দশা!
ডুকরে ডুকরে কাঁদে!
বৃদ্ধ হয়েছে স্বাধীনতা আজ!
তাইতো পড়েছে ফাঁদে!
স্বাধীনতা মানে পতাকা তুলে,
নেতাদের বড় ভাষণ!
জাঁকজমক পূর্ণ দিনটা কাবার,
খুশির কেমন নাচন!
স্বাধীনতা আজ ও জাতপাত আর উচ্চ নীচের ভেদ,
যোগ্যমানুষ পায়না মানদন্ড
এটাই গর্বের স্বাধীন দেশ!
রক্তঝরানো স্বাধীনতা আজ একটা নামের ফলক!
পতাকায় মোড়া দেশটা যে আজ,
শুধুই আলোর ঝলক!
স্বাধীনতা মানে শুধু হানাহানি,
গুলির আওয়াজ শোনা!
আজও একলা নারী ধর্ষণ হয়,
রক্তের দাম কেউ দেয়না।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং রীনা ভদ্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।