, শহর : হাওড়াস্বদেশের তরে দিল যারা প্রাণ,
যাদের জীবনমূল্যে পেয়েছি স্বরাজ,
জন্মভূমি হয়েছে সিক্ত,
আজ যে তারাই ইতিহাস মাত্র ।
আসছে '১৫ 'ই আগস্ট
এই দিনটিকে করব মোরা পালন,
হিংসা, মারামারি, দ্বেষ - বিদ্বেষ ভুলে
মোরা মিলব সকলে,
ফেলব ভেঙেগ পায়ের শিকল,
তুলব গড়ে নূতন জীবন,
" বন্দেমাতরম "।
করবো মোরা শহীদদের স্মরণ,
কত শত হয়েছে যে বলি,
তাদেরই জয়গান করি,
জানাই শতকোটি প্রণাম
"বন্দেমাতরম"।।
রচনাকাল : ১৪/৮/২০২০
মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।
উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।
লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী।