স্বাধীনতা মানে যা বুঝি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : মলয় বর্ধন
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ১৪ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ৮২৬৭ জন পড়েছেন।
Malay Bardhan
'স্বাধীনতা মানে যেনো মনের আঙ্গিনায় তপ্ত রোদের হালকা পরশ ,
স্বাধীনতা মানে  যেনো কণ্ঠে উঠা গান  ও জয় ধ্বনির উত্তাল স্রোত ।

স্বাধীনতা মানে  যেনো আত্মগ্লানি ভুলে, আত্মবিশ্বাসের সাগরে ডুব দেওয়া ...
স্বাধীনতা মানে যেনো  জীবন সংগ্রামে জয়ী এক সৌখিন হিমেল হাওয়া ।

স্বাধীনতা মানে যেনো  নীল গগনে তারার ঝাঁক দেখে 
বিভোর স্বপ্নে বুক বাধা,

স্বাধীনতা মানে যেনো রাজ পথে...
দুরন্ত ঘোড়ার বিজয় রথ ছুটে চলে যাওয়া ।

স্বাধীনতা মানে  যেনো নবীন মন্ত্রে দীক্ষিত এক 
পরম শান্তির দূত,
স্বাধীনতা মানে যেনো ভয় ডর হীন চিত্ত এবং 
মুক্তির স্লোগানে ভেসে যাওয়া  এক রাষ্ট্রদূত ।

স্বাধীনতা মানে  যেনো শ্রাবণের ওই বারী ধারায় 
বৃক্ষের পাতায় জমা বিন্দু বিন্দু জলরাশি,

স্বাধীনতা মানে যেনো প্রেম হৃদয়ে বলা 'হে দেশ মা ' '..আমি তোমায়  কতই না ভালবাসি ।

স্বাধীনতা মানে যেনো  আর চুপ করে থাকা নয়, বরং মুখের কোণে এক মৃদু কোমল হাসি ।

স্বাধীনতা মানে যেনো  ভ্রমনরত পথিকের পথের দিশা, 
এবং ডানা খুলে উড়ে চলা ...

স্বাধীনতা মানে যেনো প্রকৃতির শোভা দর্শন যেমনটা 
অপরূপ দৃশ্যে  কাশি -মথুরা ও বৃন্দাবন ।

স্বাধীনতা মানে যেনো মনের গভীরে  নিদারুণ এক আনন্দ, উৎসব ..ও আবেগের একরত্তি মিশেল ।

স্বাধীনতা মানে যেনো  বীর শহীদদের অমর গাঁথা বুকে নিয়ে কবিতার মতো তা বারে বারে আওড়ানো,..

স্বাধীনতা মানে যেনো অন্ধকারের ভয়ার্ত পথের মধ্যে উজ্জ্বলতার এক সাহসী প্রদীপ শিখা জ্বালানো ।

স্বাধীনতা মানে যেনো করজোড়ে প্রণাম ও 
আশীর্বাদের সুমেলবন্ধন ,

স্বাধীনতা মানে  যেনো হিন্দু-মুসলিম-শিখ-খ্রীষ্টান ও 
ঐক্যতার গৌরবময় অপরূপ এক চির নিদর্শন ॥

©কিশলয় এবং 'মলয় বর্ধন' কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং মলয় বর্ধন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 15  Czech Republic : 1  Denmark : 1  France : 80  Germany : 167  India : 1210  Ireland : 10  Lithuania : 9  Netherlands : 3  
Norway : 65  Romania : 18  Russian Federat : 23  Saudi Arabia : 7  Switzerland : 10  Ukraine : 55  United Kingdom : 11  United States : 252  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 15  Czech Republic : 1  Denmark : 1  
France : 80  Germany : 167  India : 1210  Ireland : 10  
Lithuania : 9  Netherlands : 3  Norway : 65  Romania : 18  
Russian Federat : 23  Saudi Arabia : 7  Switzerland : 10  Ukraine : 55  
United Kingdom : 11  United States : 252  
কবি পরিচিতি -
                          মলয় বর্ধন, ৭ ই জুন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন । তিনি লেখাপড়ার পাশাপাশি ছবিও আঁকেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দারুণ আগ্রহ । তিনি সাহিত্যচর্চা করতে, গল্প লিখতে ও পড়তে ভালোবাসেন । তিনি বড়গল্প, ছোটগল্প, নাটক, কবিতা লেখেন । এছাড়া, কমিক্স করা তার অন্যতম সখ । তাছাড়া, তিনি বিভিন্ন অনলাইন পত্র -পত্রিকাতেও লেখেন ।  
                          
© কিশলয় এবং মলয় বর্ধন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতা মানে যা বুঝি by Malay Bardhan is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৫০৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী