সোমার জন্মদিনে মা মালবিকার উৎসাহে সৌমাল্য সোমার বন্ধুদের নিমন্ত্রণ করেছে। বাড়ী সুন্দর করে সাজিয়েছে। পায়েসের সুগন্ধ বেরোচ্ছে । সোমার একটু লজ্জাই করছে। বিয়ের পর জন্মদিন পালন!
বারান্দায় আকাশের দিকে চেয়ে সোমার মনে পড়ে, চাকরিটা পাবার পর থেকে মালবিকা রোজ সৌমাল্যকে ডেকে দেয় তার ব্যাগে জল, ছাতা, খাবার ভরে দেবার জন্য। আর মালবিকার বানানো চায়ে চুমুক দিয়ে রোজ সে ছোটে বাস ধরতে।
মা মালবিকার ডাকে সম্বিত ফেরে সোমার, "কেক কাটবি আয়। বন্ধুরা চলে এসেছে"। সোমা দেখে, আকাশের তারা হয়ে যাওয়া তার মা আজ খুশিতে জ্বলজ্বল করছে ।
রচনাকাল : ১৩/৮/২০২০
© কিশলয় এবং মহাশ্বেতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।