বিশ্বকবির লেখা দিয়েই কবিকে জানাই প্রণাম।
'তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে'-
তুমি আমাদের সকলের প্রাণের প্রিয় কবিগুরু। আজ তোমাকে প্রণাম জানাই তোমার লেখা দিয়ে -
'পথের সাথী নমি বারম্বার
পথিক জনের লহ নমস্কার।'
তুমি বলেছিলে -
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই '
সত্যিই বিশ্ববাসী ভোলেনি তোমাকে, ভুলতে পারবেনা কখনো।
তুমি বেঁচে থাকবে যুগ যুগ ধরে , তোমার সৃষ্টিতে , বেঁচে থাকবে প্রতিটা বাঙালির মনে ।তুমি বলেছিলে -
আমি মৃত্যু চেয়ে বড়ো
এই শেষ কথা বলে
যাব আমি চলে।' তোমার অঙ্গীকার আজ সার্থক ।তুমি সত্যিই মৃত্যুঞ্জয়।
প্রণাম নিও রবি ঠাকুর।।
রচনাকাল : ১০/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।