প্রতিবাদ করতেই হয়,
যখন গোলার শ্যামল, অজান্তেই কালো হয়।
প্রতিবাদ করতেই হয়,
পুষ্করিনির চর যখন, অনিচ্ছায় ভেসে যায়।
প্রতিবাদ করতেই হয়,
দু - পা ফেলার পর, সরণির গণ্ডি দেয়।
প্রতিবাদ করতেই হয়,
বলপ্রয়োগে জীবের মৃত্যু, ভাগ্যের দাবি দেয়।
প্রতিবাদ করতেই হয়,
অতি হীন ব্যাক্তির অজান্তেই অনৈক্য ঘটায়।
প্রতিবাদ করতেই হয়,
কারাবাসীকে গা ধুইয়ে,বেকসুরকে রঙ মাখায়।
সিংহ সেজে নাইবা করো,নাইবা হলো জয়,
টিকিয়ে রাখো প্রতিবাদী মনোভাব
কখন যে নিজ সুপ্তির ব্যাঘাত হয়।
রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।