ফলাফল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : লিজা মন্ডল
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ২১ টি দেশ ব্যাপী ৯২৫৮ জন পড়েছেন।
Liza Mondal
ইভেন্ট :~:~অনুগল্পের খাতা 
     বিষয় : : বন্ধুত্ব 
                ~ ফলাফল~ 

দিয়ার আজ খুব টেনশন হচ্ছে। খুব অস্থির লাগছে। দিয়া আর তনু একই সাথে পড়ে সেই ছোট্ট থেকে। দুই বন্ধুই নিজেরাই নিজেদের প্রতিযোগী।কিন্তু তবু আজ দিয়ার কেনো এতো উৎকন্ঠা , কেনো এতো চিন্তা , কেনো এতো ভয়?
এলো সেই বহুমূল্য সময় , মোবাইলে চোখ রাখতেই  দিয়া আনন্দে আত্মহারা , এম.এস.সি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তনুর ফলাফল কৈ ?কেনো খুঁজে পাচ্ছে না , তার বুকের ভেতর টা দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাচ্ছে , ঠিক ভাবে দাঁড়িয়ে থাকতেও পাচ্ছে না  ।এমন সময় , তনু দিয়াকে জড়িয়ে ধরে ,বলে , ' এবারে তোর নীচেই আমার নাম টা খুঁজিস না , পাবি না রে । আমার নাম টা একটু পরে আছে।' দিয়ার বুঝি ধরে প্রাণ এলো। তনুর মানসিক আঘাত তনুকে পরাজিত কোরে দিতে পারিনি।

রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 5  Germany : 2  India : 55  Russian Federat : 1  Saudi Arabia : 5  Sweden : 9  Ukraine : 3  United States : 67  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 5  Germany : 2  India : 55  
Russian Federat : 1  Saudi Arabia : 5  Sweden : 9  Ukraine : 3  
United States : 67  
লেখিকা পরিচিতি -
                          লিজা মন্ডল (সাহা) ১৭ই মার্চ , উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ছোট থেকে পড়াশুনার পাশাপাশি গান, নাচের চর্চাও করেছেন। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়েই তাঁর পড়াশুনা। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রবণতা খুবই ছিল , তাছাড়া সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন লেখক-কবিদের গল্প , উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তেও তিনি ভালোবাসেন।  
                          
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফলাফল by Liza Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৮৫৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী