# ইভেন্ট : অনুগল্প
# কলমে : লিজা মন্ডল
# গল্পের নাম : অঙ্গহানি
সামনের সারিতে বসে পৃথা হাততালি দিচ্ছে , স্নেহশীল একটা খুশীর হাসি ফুটে উঠেছে অনির মায়ের মুখে। ডঃ অনির্বাণ রায় আজ জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেতে চলেছে। সে এতো অল্প বয়সে এমন সন্মান খুব কম চিকিৎসকই পেয়ে থাকেন।
অনির্বান তন্দ্রাছন্ন ।
" কি গো , ওঠো , আজ তুমি কেমন আছো ? "
পৃথার ডাকে অনি আচমকাই চোখ খুলে বলে , " আগের থেকে একটু বেটার গো ।"
অনি সেদিন জীবনের বেস্ট অপরেশন করার জন্য বাড়ি থেকে বেড়িয়ে ছিলো , কে জানতো , রোড একসিডেন্ট অনিকে পঙ্গু কোরে দেবে। একটা হাত ই যে আজ যথেষ্ট ।
রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।