ডুব
মোঃ তোফায়েল হোসেন
ডুবিয়েছিলে আমায় উত্তপ্ত অপরূপ বেলায়;
ডুবিয়েছিলে ভালোবাসায় জীবনের আলেয়ায়।
ডুবাচ্ছ এখনো অপেক্ষায় হেয়ালী নিঃসঙ্গতায়;
ডুবাচ্ছ বিরহী ভাবনায় অহর্নিশ বিষণ্নতায়।
ডুবাবে ভাবছ অস্থিরতায় লজ্জারাঙা জড়তায়;
ডুবাবে মায়াবী ডোবায় দূরের অচেনা সীমানায়।
ডুববে তুমিও ধ্রুবতারায় ললনাদের নিষিদ্ধ পাড়ায়;
ডুববে সেথায় ডুবেছি এই আমি যেথায়!
ডুবিয়েছিলে অন্তরায় বিষাক্ত নীল কামনায়;
ডুবিয়েছিলে ধূসর ধোঁয়ায় অদ্ভুত ভঙ্গিমায়।
ডুবাচ্ছ এখনো দক্ষিণা হাওয়ায় সীমাহীন চাওয়ায়;
ডুবাচ্ছ প্রেমের খেলায় পরিত্যক্ত ছলনার মেলায়।
ডুবাবে ভাবছ আশায় অনামিশার নিরাশায়;
ডুবাবে হিসাবের খাতায় বাউণ্ডুলে পরবাসী ব্যথায়।
ডুববে তুমিও অপূর্ণতায় অসীম এক শূণ্যতায়;
ডুববে একই ভঙ্গিমায় ডুবেছি আমি যে আঙিনায়!
ডুবিয়েছিলে নিজ পাহারায় রাতের চন্দ্রিমায়;
ডুবিয়েছিলে অনামিকায় মাতাল করা নেশায়।
ডুবাচ্ছ এখনো অজানায় সাজানো শুভ্র বিছানায়;
ডুবাচ্ছ প্রেমমায়ায় রূপের বিশাল অববাহিকায়।
ডুবাবে ভাবছ কনিষ্টায় উন্মুক্ত উরুর ছায়ায়;
ডুবাবে নীল জ্যোৎস্নায় বুকের গহীণ উপত্যকায়।
ডুববে তুমিও উত্তাল বন্যায় হারানোর কান্নায়;
ডুববে নিজের বায়নায় ডুবেছি আমি যে আয়নায়!
***
রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।